চিকিৎসক সংকট কাটাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে, বললেন স্বাস্থ্যমন্ত্রী

নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘল ডাঙ্গি গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী
দিনাজপুর ও নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪ | ২১:২০
স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, দেশের সব জায়গায় চিকিৎসক সংকট আছে। এটি কাটানোর জন্য আরও নতুন করে কিছু চিকিৎসক নেওয়ার প্রক্রিয়া চলছে। আশা করি, পদক্ষেপ গ্রহণের পর সংকট কাটিয়ে উঠতে পারব। শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
মফস্বল শহরে চিকিৎসকদের আসার আগ্রহ কম থাকার ব্যাপারে মন্ত্রী বলেন, আমি যদি চিকিৎসককে বাসস্থান ও নিরাপত্তা ঠিকভাবে দিতে পারি, তাহলে তারা মফস্বল শহরে আসবে? কমিউনিটি ক্লিনিক একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি এটার ওপর জোর দেওয়ার চেষ্টা করছি। কারণ, আমি যদি কমিউনিটি ক্লিনিককে স্বাবলম্বী করতে পারি, তাহলে উপজেলা ও জেলা সব জায়গায় ভালো চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
পরিদর্শনকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, দিনাজপুর-১ আসনের এমপি মো. জাকারিয়া, দিনাজপুর সিভিল সার্জন ডা. বোরহান-উল ইসলাম সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন।
এদিন সকালে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘল ডাঙ্গি গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মন্ত্রী বলেন, প্রসূতি মায়েরা কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্যসেবা নিয়ে যদি উপজেলা ও জেলা হাসপাতালে যান; তবে নরমাল ডেলিভারি করানো সম্ভব হবে। এতে সিজারিয়ানের হার কমবে। নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়েছে এবং শিগগিরই প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে বলে জানান তিনি। সেই সঙ্গে ২৫০ শয্যায় উন্নীত হওয়া নীলফামারী জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ, জনবল পদায়ন এবং নতুন ভবনের আসবাবের চাহিদার বিপরীতে বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।