ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

কষ্টিপাথরের থালা উদ্ধার, গ্রেপ্তার ৪

কষ্টিপাথরের থালা উদ্ধার, গ্রেপ্তার ৪

কষ্টিপাথরের থালাসহ গ্রেপ্তার ব্যক্তিরা

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ১৯:৪০

রাজবাড়ীর গোয়ালন্দে কষ্টিপাথরের একটি থালাসহ চারজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মৃত নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন, সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মৃত আলাল উদ্দিনের ছেলে মো. মাসুদ রানা, জামালপুর সদর উপজেলার সফুর উদ্দিনের ছেলে খোরশেদ আলম ও গাজীপুর জেলার টঙ্গী উপজেলার ইদ্রিস আলীর ছেলে আবুল কালাম আজাদ।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান বলেন, রোববার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট উপজেলার দৌলতদিয়া থেকে কষ্টিপাথরের থালাসহ চার ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটি জব্দ করা হয়। উদ্ধার কষ্টিপাথরের থালাটি ৪ কেজি ৮২০ গ্রাম ওজনের। গ্রেপ্তার ব্যক্তিরা ওই থালাটি ঝিনাইদহ থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলো। এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়েরের পর আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

×