প্রতিমন্ত্রীর এডিট করা ভিডিও ফেসবুকে পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা

প্রতিমন্ত্রী মো. মহিব্বুর রহমান মহিব। ছবি: সংগৃহীত
পটুয়াখালী ও কলাপাড়া প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২১:০২
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান মহিবের ছবি ও ভিডিও এডিট করে ফেসবুকে পোস্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। মহিপুর থানা শ্রমিক লীগের সাবেক সভাপতি আবুল কালাম ফরাজী রোববার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।
এতে মো. আরিফ বিল্লাহ নাসিম, মো. রনি হোসেন রকি, আসাদুজ্জামান কবির মল্লিক, মহসীন উদ্দীন হিমন, সায়েদ কায়সার সজীবসহ আটজনকে আসামি করা হয়েছে। আদালতের বিচারক আশীষ রায় মামলাটি আমলে নিয়ে মহিপুর থানার ওসিকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বাদীর আইনজীবী গোফরান বিশ্বাস পলাশ ও আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউম এ তথ্য জানান।
মামলা থেকে জানা গেছে, প্রতিমন্ত্রী মহিবের সঙ্গে অজ্ঞাতনামা এক ব্যক্তির মেসেঞ্জারে কথোপকথন সুপার এডিট করে তাঁর সম্মানহানি করার জন্য পর্নো ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন আসামিরা। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ছবি ও পরিচয় বিনা অনুমতিতে সংগ্রহ ও ব্যবহার করে তাঁকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলে এতে অভিযোগ করা হয়েছে।
পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন আসামিরা। বিষয়টি বাদীসহ স্থানীয় ব্যক্তি ও সরকারের বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হওয়ায় সবার মধ্যে ক্ষোভের সৃষ্টি হওয়ায় মামলাটি করেছেন বলে জানিয়েছেন সভাপতি আবুল কালাম ফরাজী।
এর আগে প্রতিমন্ত্রী মহিবকে নিয়ে ফেসবুকে পোস্টের ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল সোহাগসহ তিনজনের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী মো. মহিবুল্লাহ বাদী হয়ে গত ১০ জুলাই বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন।
ট্রাইবুনালের বিচারক মো. গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পটুয়াখালীর মহিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীর আইনজীবী ফাহাদ বিন আহসান ও ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. নাজমুল হাসান এ তথ্য জানান।
- বিষয় :
- পটুয়াখালী
- প্রতিমন্ত্রী
- ফেসবুক
- পর্নো ছবি-ভিডিও
- মামলা