ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ভয় দেখিয়ে টাকা আদায়, ভৈরবের সেই এএসআইকে প্রত্যাহার

ভয় দেখিয়ে টাকা আদায়, ভৈরবের সেই এএসআইকে প্রত্যাহার

অভিযুক্ত এএসআই মোসাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪ | ২১:২৯

কিশোরগঞ্জের ভৈরবে ভয় দেখিয়ে প্রবাসীর কাছ থেকে টাকা আদায় এবং মিথ্যা মামলার হুমকি দেওয়া অভিযোগ ওঠার পর এক এএসআইকে ক্লোজড করা হয়েছে। পুলিশ সুপারের কাছে প্রবাসীর লিখিত অভিযোগের পর ওই পুলিশ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল অষ্টগ্রাম থানা থেকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

অভিযোগ ওঠা এএসআই মোসাব্বির হোসেন ভৈরব থানায় কর্মরত ছিলেন। দুই মাস আগে তাকে অষ্টগ্রাম থানায় বদলি করা হয়। তবে তিনি প্রায়শ ভৈরব থানা এলাকায় যেতেন।

অভিযোগ থেকে জানা যায়, এএসআই মোসাব্বির গত ৩০ মে ভৈরব পৌরসভার কমলপুর গাছতলা ঘাট এলাকার সাইপ্রাস প্রবাসী বাচ্চু তালুকদারকে ফাঁদে ফেলে ৭০ হাজার টাকা হাতিয়ে নেন। বাচ্চুর বন্ধু সালাউদ্দিনের মাধ্যমে তাকে ডেকে নিয়ে ফাঁদে ফেলেন মোসাব্বির।

বাচ্চু সমকালকে জানান, ঘটনার দিন সালাউদ্দিনের গ্যারেজে গিয়ে এএসআই মোসাব্বিরকে দ্বিতীয় স্ত্রী নিয়ে বসে থাকতে দেখেন। পরে আড্ডার ছলে তাকে পৌরসভার জামালপুর গ্রামের শফিক মিয়ার আইসক্রিম ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে থাকা অজ্ঞাতপরিচয় দু’জন নিজেদের কিশোরগঞ্জ জেলা ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেন। একপর্যায়ে মোসাব্বিরসহ ওই তিনজন তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন। না দিলে মোসাব্বিরের স্ত্রীর সঙ্গে সখ্যতা থাকা এবং ইয়াবা ব্যবসার অভিযোগ এনে চালান করে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বাচ্চু স্ত্রীর মাধ্যমে ৭০ হাজার টাকা এনে দেন।

তিনি আরও জানান, ঘটনার পর তিনি ভৈরব থানায় যোগাযোগ করলে সেখানকার এসআই সাইদুল ইসলাম মোসাব্বিরের সঙ্গে যোগাযোগ করে ২৫ হাজার টাকা ফেরত দেন। সম্প্রতি তিনি বাকি টাকা চাইলে মোসাব্বির মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখান। পরে গত ৯ জুলাই তিনি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।

ভৈরব থানার এসআই সাইদুল ইসলাম বলেন, বাচ্চু যোগাযোগ করলে বিষয়টি নিয়ে ছুটিতে থাকা মোসাব্বিরের সঙ্গে কথা বলি। পরে তাঁর কথামতো সালা উদ্দিনের কাছ থেকে ২৫ হাজার টাকা এনে বাচ্চুকে দিই।

তবে এএসআই মোসাব্বিরের দাবি, তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। কেন ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে জানতে চাইলে বলেন, সাক্ষাৎ ছাড়া এ বিষয়ে কথা বলা সম্ভব নয়।

অষ্টগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর গত শুক্রবার মোসাব্বিরকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

×