ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার সেই প্রধান শিক্ষক

যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার সেই প্রধান শিক্ষক

জয়নুল আবেদীন টিটন। ছবি: সংগৃহীত

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ০৫:০২

যৌন নিপীড়নের অভিযোগে ফরিদপুর শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় কোতোয়ালি থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

কোতোয়ালি থানার ওসি মো. হাসানুজ্জামান জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগে জয়নুল আবেদীনকে ফরিদপুর শহর থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহাতাব আলী মেথু জানান, প্রধান শিক্ষক টিটন শনিবার তাঁর সঙ্গে দেখা করেন। এ সময় রোববারের মিটিংয়ে তাঁকে থাকতে বলা হয়। কিন্তু টিটন বিদ্যালয়ে আসেননি; কল দিলেও রিসিভ হয়নি।

তিনি বলেন, ফরিদপুর পৌরসভার মেয়র থাকাকালে প্রধান শিক্ষক টিটনের বিরুদ্ধে ডাকযোগে একই ধরনের অভিযোগ পেয়েছি। কিন্তু সুনির্দিষ্ট অভিযোগকারী না পাওয়ায় তাঁকে মৌখিকভাবে সতর্ক করা হয়।

গত শনিবার সমকালের শেষের পাতায় ‘যৌন নিপীড়নের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে টিটনের বিরুদ্ধে ২০১০ সালে বিদ্যালয়ে যোগদানের পর থেকে ছাত্রীদের নানা ফাঁদে যৌন হয়রানির তথ্য উঠে আসে। গতকাল পুলিশের কাছে ১২ ভুক্তভোগী লিখিত অভিযোগ দেন। এরপরই টিটনকে গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন

×