ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন

কুমিল্লায় জোড়া খুনের ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনকে যাবজ্জীবন

আদালতের রায়ের পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৮:৫০

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরীতে গিয়াস উদ্দিন ও জামাল হোসেন নামে দুই ব্যক্তিকে হত্যার দায়ে ছয়জনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

আজ সোমবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের তোফায়েল আহমেদ তোতা (৩৮), কামাল হোসেন (৪৮), মো. মামুন (২৮), আলমগীর হোসেন (৩৮), মো. বাবুল (৩৫) ও হারুনুর রশিদ (৪৫)। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, একই গ্রামের হায়দার আলী (৬৫), আবদুল মান্নান (৩২), জামাল হোসেন (৪৫), আবুল বাশার (২৮), জাকির হোসেন (৩৪), আবদুল কাদের (৩২) ও আবদুল কুদ্দুস (৪৫)। 

মামলার অপর দুই আসামি ধনাইতরী গ্রামের মো. আমান (৪০) ও চৌয়ারা গ্রামের মো. সেলিম মিয়াকে (৫০) আদালত বেকসুর খালাস দিয়েছেন। 

মামলার বাদী নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বলেন, আদালতের এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান তিনি। 
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম জানান, এ মামলার ১৫ জন আসামির মধ্যে ১২ জন আদালতে উপস্থিত ছিলেন। রায়ে আসামিপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১৬ সালে ১২ আগস্ট রাতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরি এলাকায় প্রতিপক্ষের লোকজন গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা ২০১৭ সালের ২০ আগস্ট ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। 
 

আরও পড়ুন

×