ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

শাপলা তুলতে গিয়ে দুই শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪ | ১৯:২১

নরসিংদীর শিবপুরে তালগাছ থেকে তৈরি ডিঙি নৌকায় চড়ে শাপলা তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে লামিয়া ও ইলমা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৪) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দরগারবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লামিয়া (১২) ও ইলমা (১০) একই গ্রামের নুরুল ইসলাম ও আবদুল করিমের মেয়ে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী শিশুদের স্বজনদের সূত্রে জানা গেছে, লামিয়া ও ইলমা প্রায়ই একসঙ্গে খেলত। রোববার বিকেলে বাড়ির পাশের বিলে ডিঙি নৌকায় চড়ে শাপলা তুলতে যায় তারা। এ সময় একটি শাপলা ধরে টান দিলে ডিঙি নৌকা উল্টে যায়। এ সময় লামিয়া ও ইলমা ডিঙি নৌকার নিচে আটকে যায়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন ও স্বজনেরা বিলে নেমে দু’জনের মরদেহ উদ্ধার করেন।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, ওই শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যৃ মামলা হয়েছে।

আরও পড়ুন

×