বিকেলে নগরে বিক্ষোভ মিছিল
চবিতে শাটল চলাচল বন্ধ রেখেছে প্রশাসন

ছবি: সমকাল
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১২:৫০ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১২:৫২
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশনাতে শাটল চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম নগর থেকে ক্যাম্পাসের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে আসেনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বিকেল সাড়ে ৩টায় নগরের ষোলশহর রেলস্টেশনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে৷ জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনেই কোটা সংস্কার আন্দোলনকারীদের বেশিরভাগ যাতায়াত করেন।
ট্রেন বন্ধ থাকার কারণ জানতে চাইলে ষোলশহর রেলস্টেশন মাস্টার জয়নুল আবেদীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ট্রেন বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছেন। এ নির্দেশনাতেই ট্রেন বন্ধ রেখেছে রেল কর্তৃপক্ষ।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক অহিদুল আলম বলেন, ‘গতকাল আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ মুখোমুখি অবস্থানে ছিল। ট্রেন চলাচলও বন্ধ ছিল। আজ ট্রেন চলাচল করলে সহিংসতা হতে পারে এমন আশঙ্কায় বন্ধ রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন বন্ধ রেখেছে প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক মনে হলে আগামীকাল শাটল চলতে পারে।’
এর আগে গতকাল দুপুর আড়াইটার শাটল আটকে দেয় চবি ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরা। শাটলের ইঞ্জিনের চাবি নিয়ে যাওয়ায় ট্রেন চলাচল করতে পারেনি বলে জানায় রেল কর্তৃপক্ষ।