ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কোটা সংস্কার আন্দোলন

ফরিদপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২

ফরিদপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। ছবি: সমকাল

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ১৩:৩৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ১৪:০৩

ফরিদপুর শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের বক্ষ্মসমাজ সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমাবেশে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ সময় দুজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হামলায় গুরুতর আহত কাজী নিশাত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র বলে জানা গেছে। তার মাথায় গুরুতর জখম রয়েছে। অপরজন ফরিদপুর রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী আবরার নাদিম ইতু।

আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বক্ষ্মসমাজ সড়কে জড়ো হতে থাকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচি শুরু হওয়া মাত্রই ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। পরে বেলা সাড়ে ১১টায় তারা আবার একই স্থানে সমবেত হন। এ সময় ঘণ্টাব্যাপী শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

শান্তিপূর্ণ সমাবেশে হামলার নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। একইসঙ্গে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন আহত ছাত্রনেতা আবরার নাদিম ইতু। পরে বৃষ্টি নামলে ভিজতে ভিজতেই প্রেসক্লাবের সামনে দিয়ে মিছিল নিয়ে জনতার ব্যাংকের মোড়ে যায় আন্দোলনকারীরা। সেখান থেকে পুনরায় আন্দোলন স্থানে ফিরে আসেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে।

আহত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র কাজী নিশাত বলেন, আমি কোটা সংস্কার আন্দোলনে একাত্মতা পোষণ করে ফরিদপুরের আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেই। কর্মসূচি শুরুর মিনিট দুয়েকের মধ্যেই ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা আমাদের ওপর হামলা চালায়। পুলিশ সেখানে উপস্থিত থাকলেও তাদের কোন ভূমিকা নিতে দেখিনি।

ফরিদপুর কোতোয়ালী থানার ওসি হাসানুজ্জামান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

আরও পড়ুন

×