ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পৃথক সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পৃথক সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

হাবিপ্রবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় লাঠিসোঁটা হাতে কয়েকজন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ২২:৪৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ২২:৫৬

দিনাজপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক সংঘর্ষে ৬ পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিক থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সমবেত হতে থাকে। একই সময়ে হাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় কোটা সংস্কারের পক্ষে- বিপক্ষে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে তারা।

বিকেল সাড়ে ৪ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হাবিপ্রবির সামনের সড়কে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বসে সড়ক অবরোধ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্সের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন।

এর আগে দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে এসব হামলা ও সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন

×