দিনাজপুরে শিক্ষার্থীদের সঙ্গে পৃথক সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

হাবিপ্রবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় লাঠিসোঁটা হাতে কয়েকজন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৪ | ২২:৪৯ | আপডেট: ১৬ জুলাই ২০২৪ | ২২:৫৬
দিনাজপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের পৃথক সংঘর্ষে ৬ পুলিশসহ অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৩টার দিক থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সমবেত হতে থাকে। একই সময়ে হাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় কোটা সংস্কারের পক্ষে- বিপক্ষে পাল্টাপাল্টি শ্লোগান দিতে থাকে তারা।
বিকেল সাড়ে ৪ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা হাবিপ্রবির সামনের সড়কে বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বসে সড়ক অবরোধ করে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বলে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এসময় তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে। বিকেল ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্সের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৬ জন পুলিশ সদস্যসহ কমপক্ষে ২০ জন আহত হন।
এর আগে দুপুরে দিনাজপুর সরকারি কলেজ মোড় এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ভিডিও ফুটেজ ও ছবি দেখে এসব হামলা ও সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।