চবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ শাটল ট্রেন

ছবি-সংগৃহীত
চবি প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪ | ০০:৪৭
আন্দোলনের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের জন্য শাটল ট্রেন বন্ধ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
গত সোমবার ট্রেনের ইঞ্জিনের চাবি নিয়ে যাওয়ার পর আজ এ ঘোষণা দেন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ অহিদুল আলম।
মোহাম্মদ অহিদুল আলম বলেন, শাটল ট্রেনের ইঞ্জিন নেওয়ার সময় আমরা অঙ্গীকার করেছিলাম এর কোনো ক্ষতি হবে না। তাই দেশের পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত শাটল ট্রেন বন্ধ থাকবে।
- বিষয় :
- শাটল ট্রেন
- চট্টগ্রাম