ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নরসিংদীতে সংঘর্ষে স্কুলশিক্ষার্থী নিহত, আহত শতাধিক 

নরসিংদীতে সংঘর্ষে স্কুলশিক্ষার্থী নিহত, আহত শতাধিক 

নরসিংদী শহরের জেলখানা মোড় এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত কোটা আন্দোলনকারীরা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ১৯:০৬

নরসিংদী শহরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে তাহমিদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এছাড়া শতাধিক আন্দোলনকারী ও পথচারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তাহমিদ নরসিংদী সদর উপজেলার চিনিশপুর গ্রামের ডা. রফিকুল ইসলামের ছেলে। সে নরসিংদী নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস (এনকেএম) নবম শ্রেণীর শিক্ষার্থী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড় এলাকায় কোটা বিরোধী আন্দোলনকারী জমায়েত হতে থাকে। বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও ছররা গুলি ছোঁড়ে। এ সময় প্রায় শতাধিক আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়।

এক পর্যায়ে পুলিশের ছররা গুলিতে তাহমিদের বুক ঝাঁঝরা হয়ে যায়। আন্দোলনকারীরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাহমিদের লাশ নিয়ে মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

×