ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী

বিয়ের দাবিতে আ.লীগ নেতার বাড়িতে কলেজছাত্রী

ফাইল ছবি

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ০৭:২৬

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক কলেজছাত্রী। মঙ্গলবার সকালে বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি লাল মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে ভিড় করেছেন উৎসুক লোকজন।

স্থানীয়রা জানান, প্রায় সাত বছর আগে আওয়ামী লীগ নেতা লাল মিয়ার কিন্ডারগার্টেনে শিক্ষকতা শুরু করেন ওই কলেজছাত্রী। তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে কলেজছাত্রীর সঙ্গে আওয়ামী লীগ নেতার অনৈতিক সম্পর্ক চলতে থাকে। প্রথম থেকেই তাদের স্বামী-স্ত্রীর মতো চলাফেরা স্থানীয়দের চোখে পড়ে এবং এলাকায় গুঞ্জন শুরু হয়। 

সম্প্রতি ওই ছাত্রীকে নিয়ে ভারতে ঘুরতে যান লাল মিয়া এবং দেশে ফিরে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ রয়েছে। তবে দেশে ফিরে লাল মিয়া কথা না রাখায় গতকাল মঙ্গলবার সকালে বিয়ের বাড়িতে তাঁর বাড়িতে ওঠেন কলেজছাত্রী। তখন লাল মিয়ার স্ত্রী ঝাড়ু দিয়ে পিটিয়ে মেয়েটিকে ঘর থেকে বের করে দেন। এখন দু’জন গ্রাম পুলিশ গিয়ে লাল মিয়ার বাড়িতে কলেজছাত্রীকে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা লাল মিয়া বলেন, ‘এমনটি হওয়ার কথা ছিল না। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।’

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, ‘বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কোনো পক্ষই আমার কাছে বিচার চায়নি।’
 

আরও পড়ুন

×