টয়লেটে আটকিয়ে হত্যার হুমকি দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

প্রতীকী ছবি
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪ | ১১:৪৩
বরগুনার আমতলীতে এক স্কুলছাত্রীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার গুলিশাখালি ইউনিয়নের খেকুয়ানি গ্রামে লালু আকন্দের ছেলে স্বপন আকন্দ (২৮) রোববার সন্ধ্যায় স্কুলপড়ুয়া মেয়েটিকে (৯) ডেকে নিয়ে তার ভাই সিদ্দিক আকন্দের ঘরের টয়লেটে আটকিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। গতকাল মঙ্গলবার এ ঘটনা মেয়েটি তার মাকে জানালে তিনি মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা সিভিল সার্জন কার্যালয়ে পাঠায়। মেয়েটির বাবা জানান, এ ব্যাপারে মামলা করা হবে।
আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ ঘটনায় মেয়েটির অভিভাবক মামলা করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বরগুনা
- ধর্ষণ
- স্কুলছাত্রীকে ধর্ষণ