ডুমুরিয়ায় জোয়ারের পানিতে তলিয়ে গেছে বাজার-বাড়িঘর

ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারে বেড়িবাঁধ উপচে তলিয়ে গেছে বারআনী বাজার - সমকাল
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৪ | ১৭:২৯ | আপডেট: ২৫ জুলাই ২০২৪ | ১৭:৩৯
খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর জোয়ারের পানিতে উপজেলা সদরের বারআনী বাজারসহ বাড়িঘর তলিয়ে গেছে। আজ বৃহস্পতিবার হঠাৎ এ অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দাসহ ব্যবসায়ীরা।
স্থানীয় সবজি ব্যবসায়ী কারিমুল হাসান ও মাহাবুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ভদ্রা নদীতে জোয়ার শুরু হয়। এ সময় নদীতে জোয়ারের পানি বাড়তে থাকে। হঠাৎ সদরের ট্রেলার ঘাট ও মুক্তিযোদ্ধা ভবন সংলগ্ন এলাকায় দুর্বল বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ভেতরে ঢুকে পড়ে। এ সময় বাজারের সড়কগুলো পানিতে নিমজ্জিত হয়।
পানিতে অবরুদ্ধ হয়ে পড়ে মুরগি ও কাঁচাবাজার, মুদি দোকানসহ দেড় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। এ ছাড়া প্রায় ২৫টি ঘরবাড়ি ও তিনটি সড়ক তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, এ অবস্থা থেকে মুক্তি পেতে নদীর পাড়ে উঁচু বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।
সদরের ইউপি সদস্য জি এম আছাবুর রহমান বলেন, হঠাৎ ভদ্রা নদীর জোয়ারের পানিতে বারআনী বাজার তলিয়ে যায়। এ সময় পানিতে অবরুদ্ধ হয় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর।
এ বিষয়ে ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, জোয়ারের পানিতে বাঁধ উপচে বাজারের নিচু অংশ তলিয়ে গেছে। নদীতে ভাটা হলে পানি নেমে যাবে। সমস্যা সমাধানে নদীপাড়ে উঁচু বেড়িবাঁধ নির্মাণ করা হবে।
- বিষয় :
- বন্যার পানি
- বাজার
- ডুমুরিয়া
- খুলনা