লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৪:৩০ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ | ১৪:৪৩
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা পাঁচ যাত্রীসহ মোট ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- সদর উপজেলার কংসা নারায়ণ এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমিন (৭০) এবং একই উপজেলার বাঙ্গাখা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাফায়েত হোসেন তাহের (২৮)।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মান্দারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত সিএনজিচালক আব্দুর রহমান, যাত্রী হোসনেয়ারা বেগম ও সুইটি আক্তারসহ ১০ যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি স্টার লাইন বাস দুর্ঘটনাস্থলে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকে ঢাকায় নেওয়ার পথে নুরুল আমিন ও তাহের মারা যান।
দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক নুর মোহাম্মদ বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।