টহলের সময় সাপের কামড়, অসুস্থ পুলিশ কর্মকর্তা

প্রতীকী ছবি
বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৭:৪৫
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুর রশীদ টহলে থাকা অবস্থায় বিষধর সাপের দংশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বিজুল ডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার সকালে উপপরিদর্শক আব্দুর রশীদ টহল কাজে বিজুল ডাঙ্গা এলাকায় যান। বেলা সাড়ে ১০টার দিকে তিনি গাড়ি থেকে নেমে চেয়ারে বসে ছিলেন। এ সময় চেয়ার বেয়ে একটি সাপ ওপরে ওঠে আব্দুর রশীদের বাঁ হাতের আঙুলে দংশন করে। তাঁর সঙ্গী পুলিশ সদস্যরা তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁকে কী ধরনের সাপ দংশন করেছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ বলেন, অসুস্থ পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানো হচ্ছে বলেও জানান তিনি।