ছুরিকাঘাতে ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের নেতা আহত

ফাইল ছবি
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৪ | ১৮:১৫ | আপডেট: ২৬ জুলাই ২০২৪ | ১৮:৩৭
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক এনামুল হাসান অনয় ছুরিকাঘাতে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের নিমতলী এলাকায় গৌরীপুর গণ-পাঠাগারের সামনে তাঁর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
আহত এনামুল হাসান অনয় বলেন, ‘১০-১৫ জন এসে প্রথমে কিল-ঘুসি ও লাথি মারে। একজন লাঠি দিয়েও আমাকে পেটায়। এ সময় দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে।’
অনয় (২২) গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লার হুমায়ুন কবীরের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। এর আগে গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন।
গৌরীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামীম আক্তার নোমান জানান, অনয়ের ডান হাতের কনুইয়ের নিচে ১টি ও ডান পিঠের ওপরে ২টি আঘাতের চিহ্ন রয়েছে।
এ হামলার ঘটনায় বৃহস্পতিবার রাত ১১টার দিকে গৌরীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অয়নের মা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘কারা হামলা করেছেন, তাঁদের চিনতে পারেননি তাই তাঁরা মামলা করতে চাননি। আমরা জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
- বিষয় :
- ছাত্র ইউনিয়ন
- আহত
- ময়মনসিংহ