ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ট্রাকের চাকায় প্রাণ গেল কিশোরের

ট্রাকের চাকায় প্রাণ গেল কিশোরের

ফাইল ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৪:০০

বগুড়ার আদমদীঘিতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তুহিন (১৯) নামের এক কিশোর নিহত হয়েছে। সে নওগাঁ জেলার রানীনগর উপজেলার পারইল গ্রামের শিমুল হোসেনের ছেলে। রোববার (২৮ জুলাই) রাত ১০ টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের সান্তাহারের হবিরমোরে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, রোবাবার রাতে সান্তাহার পৌরসভার একটি বাসায় গৃহনির্মাণ শ্রমিকের কাজ শেষে তুহিন মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পৌরসভার হবিরমোরে পৌঁছলে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক মেহেদী হাসান জানায়, তুহিনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

 

আরও পড়ুন

×