ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

প্রবাসীর জমি দখলের অভিযোগ,  প্রতিবাদে মানববন্ধন

প্রবাসীর জমি দখলের অভিযোগ,  প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ার ভেংগুরদী গ্রামে প্রবাসী ফারুক হোসেনের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৬:৪৬ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ | ১৭:২৩

গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের ভেংগুরদী গ্রামে প্রবাসী ফারুক হোসেনের জমি দখল ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সৎ ভাইয়ের বিরুদ্ধে। প্রতিবাদে সোমবার দুপুরে (২৯ জুলাই) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসী। 

ভেংগুরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চৌরাস্তায় আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন কৃষক মো.শামসুদ্দিন, ইসলাম উদ্দিন, মফিজ উদ্দিন, সুফিয়া নাসরিন, আরিফুল ইসলাম প্রমুখ।

অভিযোগ থেকে জানা গেছে, ২০০৩ সাল থেকে সৌদি আরবে কর্মরত আছেন প্রবাসী ফারুক হোসেন। পরে ছোট দুই ভাইকেও সেখানে নিয়ে যান। এই সুযোগে সৎ ভাই মো. আফাজউদ্দিন ও তার ছেলেরা প্রায় দুই বিঘা ফসলি জমি, পুকুর দখল করে রাখেন। জমিতে থাকা বহু গাছপালা কেটে ফেলেন তারা। ফারুক হোসেন ছুটিতে এসে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। ইউপি সদস্য ও চেয়ারম্যানের উপস্থিতিতে শালিসও হয়। কিন্তু কোনো সমাধান হয়নি। এরপরও চার দফা ফারুকের পরিবারের ওপর হামলা করা হয়। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি।

অভিযোগ প্রসঙ্গে আফাজ উদ্দিনের ছেলে মো. এখলাস উদ্দিনের ভাষ্য, নিজেদের জমি ও পুকুর দখলে নিয়েছেন এবং গাছপালা কেটেছেন। এ সংক্রান্ত কাগজপত্রও আছে তাদের কাছে। 

কাপাসিয়া থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, এ বিষয়ে খোঁজ নিয়ে সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×