ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বঞ্চিত ক্ষুদ্র ব্যবসায়ীরা 

জমি দখল করে ইউপি চেয়ারম্যানের মার্কেট নির্মাণ

জমি দখল করে ইউপি চেয়ারম্যানের মার্কেট নির্মাণ

মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজারে ইউপি চেয়ারম্যানের অর্থায়নে নিমাণ করা হয় মার্কেটটি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ১৮:৪৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৪ | ১৯:১৫

মাদারগঞ্জের চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করে মার্কেট নির্মাণ করা হয়েছে। অগ্রিম নিয়ে দোকান ভাড়া দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এ অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান বদরুল আমিনের বিরুদ্ধে।    

জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ী তেঘরিয়া বাজারে ছোট ছোট দোকান করে ব্যবসা করে আসছিলেন। ২০২২ সালের ৩ মে বাজার ব্যবসায়ী সমিতির নাম ব্যবহার করে তাদের উচ্ছেদ করেন ইউপি চেয়ারম্যান বদরুল আমিন ও তাঁর লোকজন। পরে ১৫ শতক জমিতে পাকা দোকান নির্মাণ করেন। এ কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেননি তারা। দোকান বরাদ্দ পেতে হলে ২ থেকে ৩ লাখ টাকা দিতে হবে জানানো হয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। পরের বছর সচ্ছল ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা অগ্রিম নিয়ে ১৪টি দোকান ভাড়া দেন। প্রতি মাসে ভাড়া বাবদ তাদের কাছ থেকে ছয় হাজার টাকা নিয়ে আসছেন চেয়ারম্যান। এতে বঞ্চিত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ইউপি চেয়ারম্যান বদরুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে প্রতিবেদন না করতে অনুরোধ করেন। এ সময় মার্কেট নির্মাণের আগে কেন কর্তৃপক্ষের অনুমতি নেননি প্রশ্ন করা হলে সদুত্তর দিতে পারেননি তিনি। 

ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহবুবুল আলম বলেন, মার্কেট নির্মাণের জন্য জমিটি লিজ দেওয়া হয়নি। এরপরও কীভাবে চেয়ারম্যান এখানে দোকান নির্মাণ করেছেন বোধগম্য নয়। বিষয়টি লিখিতভাবে ইউএনওকে জানানো হয়েছে। এখনও তার জবাব মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত জানান, জমি বরাদ্দ চেয়ে একটি আবেদনপত্র পেয়েছি। সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদনের আগে মার্কেট নির্মাণ, দোকান ভাড়া দেওয়া বা এককালীন টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×