জামায়াত–শিবিরের হামলায় তিন কোটি টাকার ক্ষতি
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ১৮:৪১ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ | ১৯:০৪
কোটা নিয়ে আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটে জামায়াত–শিবির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ নিয়ে থানায় গেলে মামলা নেয়নি পুলিশ।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন মার্কেটের মালিক মো. চাঁন মিয়া। উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্ত বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের ম্যানেজার সাইফুল ইসলাম ও এস আলম ডিজিডাল ডায়াগনষ্টিক সেন্টারের পরিচালক মো. ইব্রাহীম প্রমুখ।
লিখিত বক্তব্যে চাঁন মিয়া বলেন, ২০ জুলাই জামায়াত-শিবিরের লোকজন চিটাগাং রোডে তার মার্কেটে দু’দফা হামলা করে। তারা একটি হাসপাতাল, ১৭টি প্রাইভেটকারসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর–লুটপাট চালায়। লুণ্ঠিত মালপত্রসহ কয়েকজনকে আটক করে থানায় খবর দিলেও ওসি পুলিশ পাঠাননি। বাধ্য হয়ে আটক ব্যক্তিদের স্বজনকে ডেকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ নিয়ে থানায় গেলেও মামলা নেওয়া হয়নি। পুলিশের এমন ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন চাঁন মিয়া।
চাঁন মিয়া আরও বলেন, পুলিশ মামলা না নেওয়ায় ২৪ জুলাই মো. রফিকুল ইসলাম, আব্দুল হালিম, মাসুদ, আক্তার হোসেন, বোরহান উদ্দিন, মো. আপনসহ ১৫ জনের নামে এবং অজ্ঞাতনামা শতাধিক লোককে আসামি করে নারায়ণগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছি। বিচারক সিআইডি নারায়ণগঞ্জকে তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ দিয়েছেন।
তবে ভিন্ন কথা বলেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে সংকটপূর্ণ সময় পার করছিল পুলিশ। এছাড়া চাঁন মিয়া থানায় মামলা করতে আসেননি।