ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু

ফাইল ছবি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ২০:৪৭

গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পর্শে কামাল হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে বারিষাব ইউনিয়নের চরদুর্লভখা গ্রামে এ ঘটনা ঘটে। কামাল হোসেন ওই গ্রামের মো. শাহজাহান সাজুর ছেলে। 

চরদুর্লভখা গ্রামের মধ্যপাড়া এলাকায় একটি ডোবা থেকে পানি সেচে মো. দেলোয়ার হোসেন ও অধ্যক্ষ আব্দুল আজিজের কৃষি খামারে মাছ ধরার জন্য বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। বিকেলে কামাল হোসেন অসাবধানতাবশত সেখানে থাকা একটি তার স্পর্শ করলে বিদ্যুতায়িত হন। আশপাশের লোক তাঁকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 

আরও পড়ুন

×