ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মৃত বিএনপি নেতা নাশকতা মামলার আসামি!

মৃত বিএনপি নেতা নাশকতা মামলার আসামি!

সাভারে কোটা সংস্কার আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া বাস। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ৩০ জুলাই ২০২৪ | ২১:১২

সাভারে মৃত এক বিএনপি নেতাকে নাশকতা মামলার আসামি করা হয়েছে। তাঁর নাম আজগর আলী (৩৫)। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গাড়ি পোড়ানোর মামলায় তাঁর নাম এসেছে। অথচ তিনি দেড় বছর আগে মারা যান। পুলিশের দাবি, কম্পিউটারে টাইপিংয়ে ভুলের কারণে এমনটি হতে পারে।
 
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে চারটি বাস ও একটি ট্রাক পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীর পরিবহনের একটি বাস ছিল। গত ২৪ জুলাই সাভার মডেল থানায় ওই বাসের সুপারভাইজার আলমগীর ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় ৬ নম্বর আসামি করা হয়েছে আজগর আলীকে। তাঁর বাবার নাম মৃত আফছার উদ্দিন। ঠিকানা ‘সাভার পৌর এলাকার বি/১১৮ জালেশ্বর’ দেখানো হয়েছে। তবে মামলায় দেখানো ঠিকানায় খোঁজ করে আজগর আলী নামে কাউকে পাওয়া যায়নি। 

বাড়ির মালিক মফিজ উদ্দিন জানান, এ বাসায় আজগর আলী নামে কেউ থাকেন না। আগেও কখনও এই নামে কেউ ছিলেন না। 

আসামির স্ত্রী সোহেলি সুলতানা জানান, ‌‘আমার স্বামীর নাম আজগর আলী নয়, আজগর হোসেন। তাঁর বাবার নাম আফছার উদ্দিন। ২০২২ সালের ১১ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান। তাঁকে আসামি করা হয়েছে জেনে বিস্মিত হয়েছি। আমার স্বামী আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি।’  

বাদী আলমগীর বলেন, ‘আমার বাড়ি নাটোরে। আমি কাউকে চিনি না। কার নামে মামলা দেব। থানা থেকে বলেছে, মামলা না করলে পোড়া গাড়ি পাওয়া যাবে না। পরে বাধ্য হয়ে মামলা করেছি।’
 
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফী জানান, আসামি ও মৃত বিএনপি নেতা আলাদা ব্যক্তি হতে পারেন। হয়তো কম্পিউটারে টাইপিংয়ে ভুলের কারণে এমনটি হয়েছে। তদন্তের মাধ্যমে সংশোধন করে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।

 
 

আরও পড়ুন

×