কোটা সংস্কার আন্দোলন
নাশকতার মামলায় পাঁচজনের রিমান্ড, এইচএসসি পরীক্ষার্থীর জামিন

ফাইল ছবি
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৪ | ১৯:৪৭ | আপডেট: ৩১ জুলাই ২০২৪ | ১৯:৪৮
ভোলায় কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫ জনকে এক দিন করে পুলিশ রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে এ আদেশ দেন। একই মামলার এইচএসসি পরীক্ষার্থী আকবর হোসেন সাগরকে জামিন দিয়েছেন নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আনোয়ারুল হক।
১৯ জুলাই রাতে ভোলার ইলিশা সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টার ঘটনায় সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ। মামলায় ১৬ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় আরও ২৫ জনকে আসামি করা হয়। ওই মামলায় আবদুল আলিম, মো. কবির, মো. হারুন, মো. মাকসুদুর রহমান, হারুন অর রশিদ, আকবর হোসেন সোহাগকে গ্রেপ্তার করে পুলিশ। ২৩ জুলাই আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মহিউদ্দিন জুয়েল আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেন। বুধবার শুনানি শেষে বিচারক আসামি আবদুল আলিম, মো. কবির, মো. হারুন, মাকসুদুর রহমান ও হারুন অর রশিদের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এইচএসসি পরীক্ষার্থী আকবর হোসেন সাগরকে জামিন দেওয়া হয়।
সাগরের আইনজীবী মো. ইউসুফ জানান, সাগরের বয়স ১৭ বছর এক মাস। সে এইচএসসি পরীক্ষার্থী। কোনো ধরনের নাশকতার সঙ্গে তার সম্পৃক্ততার নেই বলে দাবি এ আইনজীবীর।
রিমান্ডে নেওয়া পাঁচ আসামির আইনজীবী ড. আমিরুল ইসলাম বাছেত জানান, আসামি আবদুল আলিম মসজিদের মুয়াজ্জিন, মো. কবির ও মো. হারুন পেশায় কৃষক, মাকসুদুর রহমান গাড়িচালক ও হারুন অর রশিদ ব্যবসায়ী। তারা কেউই ঘটনাস্থলে ছিলেন না। তারা এজাহারভুক্ত আসামিও নন। বাড়ি ও কর্মস্থল থেকে সন্দেহজনক হিসেবে তাদের গ্রেপ্তার করে রিমান্ডের নামে হয়রানি করা হচ্ছে।
- বিষয় :
- নাশকতা মামলা
- রিমান্ড শুনানি
- ভোলা