ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য 

গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য 

ফাইল ছবি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪ | ২০:৫৭

মৌলভীবাজারের কমলগঞ্জে মুন্নি বেগম নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্বামী রশিদ মিয়া চেইন দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ মুন্নির বাবার। গত বুধবার (৩১ জুলাই) দুপুরে পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে এ ঘটনা ঘটে। 

মুন্নি বেগম টিলাগড় গ্রামের রশিদ মিয়ার স্ত্রী। চার-পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। রশিদ মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। এ দম্পতির দুই সন্তান রয়েছে। 

মুন্নির বাবা আব্দুল গফুর বলেন, রশিদ মিয়া তাঁর মেয়ে মুন্নিকে বিয়ের পর থেকেই নির্যাতন করে আসছিল। বুধবার সে মুন্নির গলায় থাকা চেইন পেঁচিয়ে ফাঁস দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করে। এরপর থেকেই রশিদ মিয়া পলাতক। 

পতনঊষা ইউপি সদস্য সিরাজ খান বলেন, লাশের গলায় আঘাতের চিহ্ন ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। 

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

×