মাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৩:২৯ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৩:৩২
ফেনীর দাগনভূঞায় মাকে মারধর করায় মো. জুলফিকার (২৫) নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে এই রায় দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পৌর এলাকার জগতপুর গ্রামের মৃত হাফেজ নুর হোসেনের ছেলে জুলফিকার মাদকের টাকার জন্য প্রায় সময়ই মাকে মারধর করতেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হতভাগ্য মা। পরে পুলিশ জুলফিকারকে বাড়ি থেকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। পরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আসামির অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এক বছরের কারাদণ্ড দেন।
দাগনভূঞা থানার ওসি মো. আসলাম সিকদার জানান, সাজাপ্রাপ্ত জুলফিকারকে জেল হাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- ফেনী
- মাকে মারধর
- কারাদণ্ড
- ভ্রাম্যমাণ আদালত