ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাবেক এমপি হেনরীর বাড়িতে উদ্ধার আরেক লাশের পরিচয় মিলেছে 

সাবেক এমপি হেনরীর বাড়িতে উদ্ধার আরেক লাশের পরিচয় মিলেছে 

সিরাগঞ্জের সাবেক এমপি ড. জান্নাত-আরা তালুকদার হেনরীর বাড়ি

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ১৪:২৩ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ১৫:১৪

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক এমপি ড. জান্নাত-আরা তালুকদার হেনরীর বাড়িতে অগ্নীদগ্ধ আরেকটি লাশের পরিচয় মিলেছে। তিনি গজারিয়ার অটোরিকশা চালক জাহাঙ্গীর আলম (৪৬)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুধবার (৭ আগস্ট ) তথ্য নিশ্চিত করেছেন। 

মুজিবনগর সড়কের এ বাড়িটি জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সভাপতি মোতাহার হোসেন তালুকদারের। তিনি সাবেক এমপি হেনীর শ্বশুড়। সেখানে পরিবারসহ থাকতেন হেনরী। তার স্বামী জেলা পরিষদ চেয়ারম্যান। বর্তমানে তারা পরিবারসহ আত্মগোপনে আছেন। গত রোববার বাড়িটিতে অগ্নীসংযোগ করা হয়। ওই সময় প্রাণ বাঁচাতে জাহাঙ্গীর আলম ও  পৌরসভার জানপুর মহল্লার ছাত্রলীগ কর্মী শাহিন শেখ (১৬) বাথরুমে আশ্রয় নেন। সেখান থেকে বের হতে না পেরে অগ্নীদগ্ধ হয়ে মারা যান তারা। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পুলিশ-দমকল বাহিনীর সদস্যরা লাশ দু’টি উদ্ধার করেছে। মরদেহ ময়দা তদন্তের জন্য মনসুর আলী হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×