বদলে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

ছবি: সংগৃহীত
ফরিদপুর অফিস
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪ | ২০:৪৫ | আপডেট: ০৭ আগস্ট ২০২৪ | ২১:০৭
পাল্টে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম। হাসপাতালের নামফলক থেকে 'বঙ্গবন্ধু শেখ মুজিব' লেখাটি উঠিয়ে পূর্বের নামে ফের নামকরণের সাইনবোর্ড লাগানো হয়েছে হাসপাতালটিতে।
এখন সেখানে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা সাইনবোর্ড সাঁটানো হয়েছে। নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে হাসপাতালটির সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন।
বুধবার মেডিকেল কলেজ হাসপাতালটির উপপরিচালক দীপক কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
দীপক কুমার দাবি করে বলেন, যদিও নতুন সাইনবোর্ডের নিচে লেখা রয়েছে সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এটা করেছেন। তবে এটা আমাদের কেউ পরিবর্তন করেছে বলে জানা নেই। শুনেছি এটা বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতা গতকাল মঙ্গলবার বিকাল কিংবা সন্ধ্যায় করে থাকতে পারেন। আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটা পরিবর্তন করতে পারেন সরকার। সরকার চাইলে এটা পরিবর্তন করবেন। তবে, আমাদের কিছু কর্মকর্তা-কর্মচারী এ সাইনবোর্ড পরিবর্তনের সাথে যুক্ত আছেন কি-না ভালো করে জেনে জানাতে পারবো।
- বিষয় :
- ফরিদপুর
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল