পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড এলার্ট জারি

ফাইল ছবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ | ০৭:৩৯
পঞ্চগড়ে ভারতীয় সীমান্তজুড়ে রেড এলার্ট জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে বাড়ানো হয়েছে টহল। সীমান্তের ওপারেও বিএসএফ কড়া টহল রেখেছে বলে জানা গেছে। গতকাল বুধবার এ রেড এলার্ট জারি করা হয়।
বিজিবি সূত্র জানায়, পঞ্চগড়ের তিন পাশ জুড়েই ২৮৪ কিলোমিটার ভারতীয় সীমান্ত। দীর্ঘ এই সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি, নীলফামারী ৫৬ বিজিবি এবং ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করে। দেশের চলমান অস্থিরতার মধ্যে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং দেশ থেকে কোনো দুষ্কৃতিকারী যাতে অবৈধপথে ভারত যেতে না পারে সেজন্য সীমান্তে কড়া নজরদারিসহ রেড এলার্ট জারি করে বিজিবি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক বলেন, উভয় সীমান্তেই রেড এলার্ট জারি রয়েছে। ভারত তাদের নিরাপত্তার স্বার্থে আগেই রেড এলার্ট জারি করেছে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমারাও সীমান্তে টহল বাড়ানোসহ পুরো সীমান্তে রেড এলার্ট জারি করেছি।