নাচোলে শিক্ষার্থীর চোখ উপড়ানো লাশ উদ্ধার

নিহত স্কুলছাত্র ইসমাইল হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪ | ১৬:৫৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২৪ | ১৭:১৪
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে স্কুলছাত্রের এক চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে উপজেলার পীরপুর হাট চাতাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রের নাম ইসমাইল হোসেন। সে পীরপুর এলাকার মজিদুল ইসলামের ছেলে ও পীরপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
ইসমাইলের স্বজনরা জানায়, বুধবার (৭ আগষ্ট) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ইসমাইল। এরপর আর বাড়ি ফেরেনি। খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পীরপুর হাট চাতালে তার মরদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে গ্রাম পুলিশের মাধ্যমে থানায় লাশ পৌছানো হয়।
সদর ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে যুক্ত প্রকৃত অপরাধীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
- বিষয় :
- স্কুল ছাত্র নিহত
- চাঁপাইনবাবগঞ্জ
- লাশ উদ্ধার