ভাঙচুর লুটপাটে বিএনপি জড়িত নয়: সংবাদ সম্মেলনে দাবি

ফাইল ছবি
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪ | ১৯:০৬
বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পটুয়াখালীর বাউফলের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে।
শুক্রবার (৯ আগস্ট) বাউফল প্রেস ক্লাবের বীরউত্তম সামছুল আলম তালুকদার মিলনায়তনে বিএনপির একাংশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন।
সভায় বক্তারা বলেন, সাহসী ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার পতন হয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। দেশ আরেকটি বিজয় দেখল। কিন্তু এই বিজয়কে কালিমা যুক্ত করতে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সুযোগ সন্ধানী একটি পক্ষ বিএনপির নাম ব্যবহার করে হামলা ও লুটপাট চালিয়ে যাচ্ছে। বিএনপির কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়। উল্টো দলের নেতাকর্মীরা সংখ্যালঘু ভাইবোনদের রক্ষায় কাজ করছে।
বক্তারা আরও বলেন, কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপকর্ম করতে চাইলে আইনের হাতে তুলে দিন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য অলিয়ার রহমান অলি, সামুয়েল আহম্মেদ লেলিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক বশির উদ্দিন পঞ্চায়েত, সদস্য মাহমুদুর রহমান পলাশ, সাংবাদিক কামরুজ্জামান বাচ্চু, তোফাজ্জেল হোসেন প্রমুখ।
- বিষয় :
- বিএনপি
- সংবাদ সম্মেলন
- পটুয়াখালী
- বাউফল