বগুড়ায় তক্ষক বিক্রির নামে প্রতারণা, গ্রেফতার ৩

বগুড়া ব্যুরো
প্রকাশ: ০১ অক্টোবর ২০১৯ | ০১:০৫ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯ | ০১:০৭
বগুড়ার শেরপুর উপজেলায় তক্ষক বিক্রির নাম করে ব্যবসায়ীদের বাসায় এনে কৌশলে আটকে রাখত একটি চক্র। তারপর তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিত তারা। ৫টি তক্ষকসহ এই চক্রের তিন জনকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের চেয়াম্যান শফিকুল ইসলাম রাজুর বিল্ডিংয়ের পঞ্চম তলা থেকে তক্ষক ৫টি উদ্ধার ও ওই তিন জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেকের ছেলে শামসুজ্জোহা বিন তারেক নয়ন (২০), উপজেলার চকধলীর মৃত দলিল উদ্দিন মণ্ডলের ছেলে নূরুন্নবী (৫০) এবং মির্জাপুরের শুকুর আলী শেখের ছেলে মাকেজ আলী শেখ (৩২)।
বগুড়া র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এস এম মোর্শেদ হাসান জানান, গ্রেফতার তিনজন দীর্ঘদীন ধরে খানপুর ইউনিয়নের চেয়ারম্যানের বিল্ডিংয়ে অবৈধভাবে তক্ষক রেখে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তক্ষক বিক্রির নাম করে তারা ব্যাবসায়ীদের কৌশলে নিয়ে এসে সেখানে আটকে রাখতো। পরে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিত।
তিনি আরও জানান, অভিযানে ওই তিন ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বিল্ডিংয়ের মালিক খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পলাতক রয়েছে। গ্রেফতার তিন জনকে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।