বরিশালে নিপীড়নবিরোধী মঞ্চের বিক্ষোভ

নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১০ আগস্ট ২০২৪ | ১৭:৫৯ | আপডেট: ১০ আগস্ট ২০২৪ | ১৮:১৩
দেশব্যাপী সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বরিশালের সংখ্যালঘু সম্প্রদায় বিক্ষোভ করেছে। নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে আজ শনিবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক অবরোধ করলে প্রায় আধাঘণ্টা যানবহন চলাচল বন্ধ ছিল। পরে তাদের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা হচ্ছে, তাদের ঘরবাড়ি ভাঙচুর করছে। এসব ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন পূজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি ভানু লাল দে, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, বিশ্বজিৎ ঘোষ বিশু, জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী, গেবিন্দ্র সাহা প্রমুখ।
- বিষয় :
- বরিশাল
- বিক্ষোভ
- বিক্ষোভ কর্মসূচি