ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪ | ১৩:৪৯

চোর সন্দেহে উজির আলী নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে গুরুদাসপুরে নাজিরপুর ইউনিয়নের বীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

উজির আলী সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের কালিনগর গ্রামের খোরশেদ মাদারের ছেলে। 

উজির আলীর বাবা খোরশেদ মাদার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে কৃষিকাজ করে। রাতে দশ হাজার টাকা নিয়ে বের হয়েছিল। তবে কোথায় যাবে বলেনি। টাকার জন্যই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।’

লক্ষীপুর গ্রামের ইজিবাইক চালক সাইফুল ইসলাম জানান, সোমবার রাতে বাড়ির একটি কক্ষে ইজিবাইক চার্জ দিয়ে ঘুমাতে যান। রাত তিনটার দিকে চিৎকার শুনে সেখানে গিয়ে দেখেন উজির আলী গাড়ির মধ্যে বিদ্যুতায়িত হয়ে পড়ে আছেন। সেখান থেকে তুলে নিয়ে উত্তেজিত জনতা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে মারপিট শুরু করে। পরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যায়। সেখানেই উজির আলীর মৃত্যু হয়। মরদেহ বীরবাজারে রাস্তার পাশে রেখে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। উজির আলীর কাছ থেকে উপস্থিত জনতা একটি প্লাস, ইলেকট্রিক শক দেওয়া যন্ত্র, বিছুটি পাতার গুড়া, টর্চ লাইট ও একটি ঘড়ি উদ্ধার করে।

উজির আলী স্ত্রী রতনা বেগম বলেন, তার স্বামী আগে চুরি করতেন। বোঝানোর পরে বিরত হন। ঘরে ছোট একটি মেয়ে আর বৃদ্ধ বাবা-মা রয়েছে। স্বামীর রোজগারে সংসার চলত। সে যদি চুরি করেও থাকে, দেশে আইন আছে। কেন তাকে পুলিশে না দিয়ে পিটিয়ে মেরে ফেলল। তিনি স্বামী হত্যার বিচার চান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×