ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিদ্যালয়ের সম্পত্তি বেদখল উদ্ধারের দাবি

বিদ্যালয়ের  সম্পত্তি বেদখল উদ্ধারের দাবি

সিরাজদীখানে মালখানগর বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা সমকাল

 সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ০১:০২ | আপডেট: ১৪ আগস্ট ২০২৪ | ১২:১৪

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বেদখল হওয়া বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধারে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা। 

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মালখানগর স্কুল অ্যান্ড কলেজ রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মালখানগর হাই স্কুলের আয়োজনে মানববন্ধনে শিক্ষকসহ ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।  

মানববন্ধনে উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জুরুল আলম ও সহকারী প্রধান শিক্ষক মো. ফরিদ মিয়া। 

বক্তারা বলেন, মালখানগর হাই স্কুলের সম্পত্তি ও দোকানঘর অবৈধভাবে দখল করে তালা দিয়েছেন আরমহল গ্রামের ইমান আলী। বিষয়টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা। 

এ বিষয়ে ইমান আলী জানান, তাঁর দাদার পরে বাবা এই জমি ভোগ দখল করেছেন। এ সম্পত্তির কাগজপত্র তাঁর আছে। স্কুল কমিটি জোর করে দখল করায় তিনি মামলা করেন। মামলাটি খারিজ হয়। 
 

আরও পড়ুন

×