কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ
গুম খুনের দায়ে শেখ হাসিনার বিচার দাবি বিএনপির

কুড়িগ্রামের পুরাতন পোস্ট অফিস পাড়ায় দলীয় কার্যালয়ে বিএনপির সমাবেশ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ১৭:২৬
‘শেখ হাসিনা ১৫ বছর বিএনপির বহু নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করেছেন। শাপলা চত্বরে মাদ্রাসার ছোট বাচ্চাদের হত্যা করেছেন। সর্বশেষ আন্দোলনে ছাত্র-জনতাকে তাঁর গুন্ডাবাহিনী হত্যা করেছে। তাঁর হাত শত শত মানুষের রক্তে রঞ্জিত। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন এসব হত্যাকাণ্ডের বিচার করুন।’
বুধবার দুপুরে কুড়িগ্রামের পুরাতন পোস্ট অফিস পাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কথাগুলো বলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা। এ সময় সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিকেলে এন আর প্লাজায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, এসএম আশরাফুল ইসলাম প্রমুখ। অবস্থান কর্মসূচিতে অনতিবিলম্বে গণহত্যার দায়ে শেখ হাসিনাসহ জড়িতদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।