ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

এক যুগ পর কচুয়ায় বিএনপির বাধাহীন মিছিল 

এক যুগ পর কচুয়ায় বিএনপির বাধাহীন মিছিল 

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিএনপির উদ্যোগে মিছিল

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪ | ১৭:১০

শেখ হাসিনার পতনের মধ্যে দিয়ে এক যুগের বেশি সময় ক্ষমতার বাইরে থাকা বিএনপির রাজনীতিতে সুবাতাস বইছে। সারা দেশের মতো নানা কর্মসূচিতে মুখর চাঁদপুরের কচুয়া বিএনপি নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিল করেছেন। 

শ্লোগানে শ্লোগানে মুখর মিছিলটি কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পৌরসভার সামনের সড়ক দিয়ে বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন। এ সময় দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা চেয়ে দোয়া করা হয়। 

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজিজ উল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, শারফীন হোসাইন, ফখরুল ইসলাম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক হাবীবুন্নবী সমুন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা আলমগীর হোসেন, পৌর যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ফরহাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন শরীফ প্রমুখ। 

আরও পড়ুন

×