ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমানের দল 

খাবারের সন্ধানে লোকালয়ে হনুমানের দল 

খাবারে জন্য দোকানে হান দেয় কালোমুখো হনুমানটি। ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নে কাঁঠালতলা বাজার

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪ | ১৬:৫৩

ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে কাঁঠালতলা বাজারে দলে দলে ঘুরে বেড়াচ্ছে বিরল প্রজাতির মুখপোড়া হনুমান। মহাসড়ক ঘেঁষে ফুটপাতে শুক্রবার সকাল থেকে এদের দেখা যাচ্ছে। খাদ্যের সন্ধানে পাশের এলাকা থেকে এরা চলে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয়রা জানায়, হনুমানগুলো খাবারের অভাবে যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য ডুমুরিয়ায় চলে এসেছে। তবে এরা মানুষের দেওয়া খাবার নিচ্ছে না। ইচ্ছামতো বিভিন্ন দোকানে হানা দিয়ে খাবার খাচ্ছে। নষ্ট করছে বাগানের পেয়ারা, আমড়া ও ক্ষেতের সবজি। 

শুক্রবার সকালে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে কাঁঠালতলা বাজারের বিভিন্ন দোকান থেকে রুটি, কলা ও বিস্কুট নিয়ে সড়কের পাশে, গাছের ডালে ও ভবনের ওপর উঠে খেতে দেখা গেছে এদের। উৎসুক শিশু-কিশোরদের হনুমান লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে। 

স্থানীয় ব্যবসায়ী শংকর রায় বলেন, দুই-তিন দিন ধরে হনুমানগুলো এলাকায় দেখা যাচ্ছে। এ প্রাণীগুলো খুবই ক্ষুধার্ত বলে মনে হচ্ছে। তবে মানুষের দেওয়া খাবার এরা না খেয়ে নিজেদের মতো নিচ্ছে। তাদের মধ্যে কিছু একটা নিয়ে কষ্ট রয়েছে বলে মনে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল কবির বলেন, ‘কেশবপুরের হনুমানগুলো নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকটে রয়েছে বিধায় তারা এ অঞ্চলে চলে এসেছে। এ প্রাণীগুলোর জন্য সরকারিভাবে খাদ্য সরবরাহ ও সংরক্ষণ দরকার।’ 


 

আরও পড়ুন

×