ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

পাগলা মসজিদে এখন পর্যন্ত পাওয়া গেল ৪ কোটি ৬১ লাখ টাকা, চলছে গণনা

পাগলা মসজিদে এখন পর্যন্ত পাওয়া গেল ৪ কোটি ৬১ লাখ টাকা, চলছে গণনা

ফাইল ছবি

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:২৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৪ | ১৭:৩৮

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলোতে এবার ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সেসব টাকা এখনও গণনা চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ কোটি ৬১ লাখ টাকা রূপালী ব্যাংকে জমা হয়েছে।

আজ শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. রফিকুল ইসলাম। তবে বিকেল ৫টা নাগাদ ৫ কোটি অতিক্রম করেছে বলে তিনি ধারণা করছেন। 

এর আগে আজ সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদে ৯টি লোহার দানবাক্স খোলা হয়। এতে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। গণনায় অংশ নিয়েছেন প্রায় ৩৫০ জনের একটি দল।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তা ও মাদরাসার ছাত্ররা টাকা গণনার কাজ করছেন।

আরও পড়ুন

×