ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সুজানগরে পরিষদের দুই গাড়িচালককে প্রত্যাহারের দাবি

সুজানগরে পরিষদের দুই গাড়িচালককে প্রত্যাহারের দাবি

সুজানগরে পরিষদের দুই গাড়ি চালকের প্রত্যাহার চেয়ে কাশিনাথপুরে মানবন্ধন করা হয়

পাবনা অফিস

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪ | ১৭:৪৪

পাবনার সুজানগর উপজেলা পরিষদের গাড়িচালক পদে কর্মরত শাহিন প্রামাণিক ও ইমরান প্রামাণিককে চাকরি থেকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে আহম্মদপুর ইউনিয়নের কাশিনাথপুরের আহম্মদপুর অটো গ্যারেজের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে গ্রামের কয়েকশ মানুষ অংশ নেন। 

অভিযুক্ত শাহিন প্রামাণিক ও ইমরান প্রামাণিক আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে দুই ভাই। শাহিন প্রামাণিক উপজেলা চেয়ারম্যানের এবং ইমরান প্রামাণিক উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক। তাদের বাবাও উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক ছিলেন। তাদের বিরুদ্ধে ভূমি দস্যুতার অভিযোগ রয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন– কিরণ শেখ, আলিম খান, সবুজ মিয়া, সিরাজ শেখ নাসিম শেখ, পাভেল খান, হাজী আব্দুস সালাম প্রমুখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন

×