৮ বছর পর মুক্তি পেলেন আসলাম চৌধুরী

আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৩:৩৮ | আপডেট: ২০ আগস্ট ২০২৪ | ১৪:৩৭
রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী জামিন পেয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। ৮ বছরের বেশি সময় তিনি কারাগারে ছিলেন। সোমবার হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।
তাকে বরণ করে নিতে শতাধিক গাড়ি ও হাজারো নেতাকর্মী চট্টগ্রাম কারগারের সামনে সকাল থেকে অপেক্ষা করেন।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল করিম চৌধুরী বলেন, মিথ্যা মামলায় জেলে ছিলেন তিনি। অন্য সব মামলায় জামিনে ছিলেন তিনি। কিন্তু রাষ্ট্রদ্রোহ একটি মামলা হাইকোর্টে জামিন হওয়ার পরও তিনি ছাড়া পাননি। সোমবার আপিল বিভাগ হাইকোর্টর জামিন বহাল রাখায় মঙ্গলবার সকালে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
২০১৬ সালের ২৬ মে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। তারপর তার বিরুদ্ধে নতুন করে নাশকতাসহ বিভিন্ন মামলা হতে থাকে। মোসাদ কানেকশনের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলাও হয়।
- বিষয় :
- রাষ্ট্রদ্রোহ মামলা
- বিএনপি
- জামিন