‘অজ্ঞাত স্থান’ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ববি উপাচার্য

ড. বদরুজ্জামান ভুইয়া। ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪ | ১৫:০৩
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুইয়া পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে তিনি পদত্যাগ করেন। সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যকে পদত্যাগের জন্য আজ দুপুর ১২টা পর্যন্ত সময় বেধে দেন। এই সময়ের মধ্যে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কাইউম উদ্দিন।
উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের তথ্য নিশ্চিত করেছেন রেজিষ্ট্রার মো. মনিরুল ইসলাম। তিনি জানান, অজ্ঞাত স্থান থেকে উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছেন উপাচার্য।
উপাচার্যের পদত্যাগের খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। সকাল ১১টার থেকে শত শত শিক্ষার্থী উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিতে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছিলেন।
জানা গেছে, উপাচার্য বদরুজ্জামান ভুইয়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য। শেখ হাসিনার পতনের পর শিক্ষার্থীরা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ এর দাবিসহ ২১ দফা দাবি উপস্থাপন করেন। গত শনিবার ভিসি আন্দোলনকারীদের একাংশের সঙ্গে সভায় ক্ষমা চেয়ে সমঝোতা করেন। এতে অপর অংশ ক্ষুব্ধ হয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন। সোমবার জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণার পাশাপাশি উপাচার্য সব ধরনের রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।
উল্লেখ্য, পদত্যাগী উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভুইয়া ২০২২ সালের ১৯ এপ্রিল কোষাধ্যক্ষ পদে যোগ দেন। গত ৪ নভেম্বর বিগত উপাচার্যের মেয়াদ শেষে ভারপ্রাপ্ত উপাচার্য হন তিনি। এ বছরের ৪ মার্চ চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।
- বিষয় :
- ববি
- উপাচার্য
- পদত্যাগ
- শিক্ষা মন্ত্রণালয়