ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: সমকাল

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ১৪:৩৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ১৪:৫৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়া জোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আজ বুধবার বকেয়া বেতনের দাবিতে মাহমুদ জিনস নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। এ সময় সড়কের উভয় পাশে ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।  

অপরদিকে মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর শিল্প-পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা হয়।

শ্রমিকদের দাবি, তারা গত তিন মাসের বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছেন। গত তিন মাস ধরে কারখানা কর্তৃপক্ষ বেতন দেওয়া নিয়ে তালবাহানা করছে। 

শিল্প-পুলিশের ওসি নিতাই চন্দ্র সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বেতনের বিষয়টি সমাধান করা হবে।

আরও পড়ুন

×