ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিতর্কিত বিচারকদের প্রত্যাহার চেয়ে কর্মবিরতি

এজলাসে তালা 

বিতর্কিত বিচারকদের প্রত্যাহার চেয়ে কর্মবিরতি

বগুড়া জেলা জজশিপ আদালত ভবনের সামনে জজশিপ মিনিস্ট্রিয়াল কর্মচারী সমিতির সদস্যরা বিক্ষোভ করেন

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪ | ২০:১৬

বগুড়ায় জেলা ও দায়রা জজ এ.কে.এম মোজাম্মেল হক চৌধুরী ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানসহ বিতর্কিত বিচারকদের প্রত্যাহার চেয়ে কর্মবিরতি পালন করেন জজশিপ মিনিস্ট্রিয়াল কর্মচারী সমিতির সদস্যরা। এ সময় তারা এজলাস কক্ষে তালা ঝুলিয়ে দেন। 

বৃহস্পতিবার বেলা ১১টায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন ও জেলা জজশিপ আদালত ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা জজ আদালতের প্রধান হিসাবরক্ষক তরিকুল ইসলাম খোকন, আরিফুল ইসলাম, আল-আমিন, মিজানুর রহমান, আব্দুল্লাহ-আল মামুন, সাইফুল ইসলাম, মাসুদ রানা, মনোয়ারুল ইসলাম, তোফায়েল আহম্মেদ, জিয়াউর রহমান প্রমুখ। 

হিসাবরক্ষক তরিকুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, বিতর্কিত বিচারকরা কর্মচারীদের ওপর অত্যাচার ও জুলুম করেছেন। সকাল ৯টা থেকে রাত এগারটা পর্যন্ত অফিস করতে হয়েছে। কথায় কথায় শোকজ ও সাসপেন্ড করেছেন। যতক্ষণ তাদের অপসারণ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি পালন করব। 

উপস্থিত বক্তারা বলেন, বিচার বিভাগ স্বাধীন; কিন্ত আমরা স্বাধীনভাবে কোনো কাজ করতে পারি না। গত স্বৈরাচার শাসকের আমলে বিতর্কিত বিচারকরা বিভিন্ন অন্যায়-অনিয়ম করেছে। সাধারণ মানুষের রাজনৈতিক দল করার অধিকার আছে কিন্তু অবৈধভাবে তাদের আটকে রাখা হয়েছে, তাদের জামিন দেওয়া হয়নি।


 

আরও পড়ুন

×