ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মৌলভীবাজারে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

মৌলভীবাজারে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত

রাজনগর উপজেলা সদরে কোমড়সম পানিতে নিমজ্জিত। ছবি: সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৩:২৩ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ | ১৪:১৮

ধলাই নদী ছাড়া সবগুলো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে কমতে শুরু করেছে পানি। উপরিভাগে বন্যার কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চল রাজনগর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এখনও কোমড়সম পানিতে নিমজ্জিত।

এদিকে উপজেলার সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে এসে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন হৃদয় মিয়া (২২) নামে এক যুবক।

উজানের ঢলের পানি ও টানা বর্ষণে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ীসহ অন্যান্য উপজেলার ৭২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ বন্যাকবলিত হয়ে পড়েন। মনু নদীর ছয়টি স্থানে ও ধলাই নদীর চারটি স্থানে বন্যাপ্রতিরক্ষা বাঁধ ভেঙে বেশি আক্রান্ত হয় রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জের কয়েকটি ইউনিয়ন। বন্যা আক্রান্ত মানুষকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী বোর্ডসহ উদ্ধার ও বিভিন্ন রকম সহযোগিতা করছে। ২২ আগস্ট মৌলভীবাজার-কুলাউড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ওইদিন রাত থেকে কিছু যানবাহন চলাচল শুরু করেছে।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা সমকালকে জানান, উপজেলা সদর এখনও পানিতে নিমজ্জিত থাকলেও পানি কমতে শুরু করেছে। তবে কাউয়াদীঘি হাওরপাড়ের পাঁচগাঁও, ফতেপুর ও উত্তরবাগ ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জানান বাড়ি-ঘর থেকে পানি নামতে শুরু করেছে। 

মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ

রাজনগর উপজেলার মেদিনীমহল গ্রামের ছনাওর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) গতকাল দিবাগত রাতে জাল দিয়ে মাছ ধরতে আসে সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায়। রাত দেড়টার দিকে ঝকি জাল খেউ (মাছ ধরতে ফেলার) দেওয়ার সময় তিনি পানিতে পড়ে আর ওঠতে পারেনি।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদিনীমহল গ্রামের হৃদয় অনেকের সঙ্গে জাল নিয়ে মাছ ধরতে আসেন ময়নার দোকান এলাকায়। মাছ ধরতে জাল উড়িয়ে ফেলার সময় তিনি পা ফঁসকে পানিতে পড়ে যান। তীব্র স্রোত থাকায় তিনি আর ওঠতে পারেননি। এ বিষয়টি সঙ্গে সঙ্গে রাজনগর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা সিলেটের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করেন। তারা আজ শুক্রবার সকালে এসে উদ্ধার অভিযান শুরু করে। আশপাশ এলাকা খুঁজে নিখোঁজ ব্যক্তিকে না পেয়ে সিলেটে ফিরে যায় ডুবুরি দল বলে জানিয়েছেন রাজনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আলী হোসেন। 

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা এর সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

×