ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সাগর-রুনি হত্যার বিচার চাইলেন বিএনপি নেতা 

সাগর-রুনি হত্যার বিচার চাইলেন বিএনপি নেতা 

নাজিরপুরে দলীয় কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪ | ১৯:২৪ | আপডেট: ২৩ আগস্ট ২০২৪ | ১৯:২৭

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার চাইলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। শুক্রবার (২৩ আগস্ট) সকালে নাজিরপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান দুলাল, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান হাজরা টিপু, জেলা বিএনপির নেতা সরদার কামরুজ্জামান চান, জেলা জাসাসের আহ্বায়ক জাহিদ হাসান, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম হাওলাদার, সদস্য সচিব তারিক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ উপস্থিত ছিলেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তৎকালীন সরকারের মদদে সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে হত্যা করা হয়েছিল। তাই হত্যার সাড়ে ১২ বছরেও মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়নি পুলিশ। আওয়ামী শাসনের সাড়ে ১৫ বছরে দেশের সংবাদমাধ্যম ছিল অবরুদ্ধ। সত্য সংবাদ প্রকাশের জেরে গণমাধ্যম অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সাংবাদিকদের হত্যা করা হয়েছে। অনেকে পঙ্গু হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন। দেশ ছেড়ে যেতে হয়েছে অনেককে। এসবের বিচার করতে হবে। 

আলমগীর হোসেন আরও বলেন, গত সাড়ে ১৫ বছরে দলের একটি অংশ আওয়ামী লীগের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা সক্রিয় হয়েছে। তারা বিভিন্ন সময় বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত ও আওয়ামী লীগের বিভিন্ন পদে থাকা লোকজনকে আশ্রয় দিয়ে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করাচ্ছে। এরাই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে আওয়ামী লীগের নির্দেশে হিন্দু সম্প্রদায়ের ব্যবসা প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। গত ২০ আগস্ট বিএনপি নেতাকর্মীর ওপর হামলা করেছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। 
 

আরও পড়ুন

×