ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে রাবি শিক্ষক সমিতি

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেবে রাবি শিক্ষক সমিতি

.

রাবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৪:৫৮

দেশের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতন দেবেন সমিতির সদস্যরা। শনিবার রাতে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিষয়টি রোববার দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক সরকার নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘বন্যার্তদের সহাযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একদিনের বেতন জমা দেওয়া হবে। কোনো শিক্ষক চাইলে একদিনের অধিক বেতন তহবিলে জমা দিতে পারবেন। দ্রুত সময়ের মধ্যেই আমরা এটি পাঠাবো। যেহেতু এখন উপাচার্য নেই, তাই কোষাধ্যক্ষের মাধ্যমে তহবিলটি দেওয়া হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান ভয়াবহ বন্যায় যারা শহীদ হয়েছেন, সভায় তাদের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে।’

শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক এ. টি. এম কামরুল হাসান সভার সভাপতিত্ব করেন। সভায় কোষাধ্যক্ষ অধ্যাপক পার্থ রায় বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. নাজমুল হায়দারসহ প্রায় দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×