সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদিরের বিরুদ্ধে হেফাজত নেতার মামলা

উবায়দুল মোকতাদির চৌধুরী। ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ১৯:০৯
মাদ্রাসাছাত্র হাফেজ মাসুম আহমেদকে প্রায় আট বছর সাড়ে সাত মাস আগে হত্যার অভিযোগে সাবেক গণপূর্তমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ সভাপতি উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নবীনগর হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা মেহেদী হাসান এ মামলা করেন। মামলায় অজ্ঞাত আরও ৫৫/৬০ জনকে আসামি করা হয়েছে। এ নিয়ে মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে গত দু’দিনে দুটি হত্যা মামলা হলো।
মামলায় অন্যান্য আসামির মধ্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক এখতেশামুল বারী তানজিল, দপ্তর সম্পাদক মনির হোসেন ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীর নাম রয়েছে।
নিহত মাসুমের খালাতো ভাই হেফাজত নেতা মাওলানা মেহেদী হাসান এজাহারে উল্লেখ করেন, মোকতাদির চৌধুরী ও অন্য আসামিরা চরম ইসলামবিদ্বেষী। ২০১৬ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় মোকতাদির চৌধুরীর নেতৃত্বে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ৫ নম্বর আসামি মেহেদী হাসান লেলিন গুলি করলে তা মাদ্রাসার ছাত্র মাসুম আহমেদের পেটে বিদ্ধ হয়। ওই দিনই জেলা সদর হাসপাতালে মাসুম মারা যায়। মামলায় বিলম্বের কারণ হিসেবে বাদী দাবি করেন, শেখ হাসিনার শাসনামলে নিরাপত্তাজনিত কারণে মামলা করার মতো পরিবেশ ছিল না।
সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, মামলাটির এফআইআর করা হয়েছে। এতে হত্যার ধারা ছাড়াও বিস্ফোরক আইনের একাধিক ধারা রয়েছে।
- বিষয় :
- মামলা
- গণপূর্তমন্ত্রী
- হেফাজত ইসলাম
- হত্যা মামলা