অনিয়ম দুর্নীতির অভিযোগ
ইউপি চেয়ারম্যানের অপসারণ চেয়েছেন ১২ সদস্য

ফাইল ছবি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪ | ২০:১১
উন্নয়ন প্রকল্পের অর্থ লুট, ক্ষমতার অপব্যবহার ও পরিষদের সদস্যদের সঙ্গে অশোভন আচরণসহ নানা অনিয়মের অভিযোগে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টুর অপসারণ চেয়েছেন ১২ সদস্য। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগও দিয়েছেন। রোববার বিষয়টি জানাজানি হয়।
অভিযোগে বলা হয়, ইউপি চেয়ারম্যান মশিউর রহমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম শাহজাদার প্রভাব খাটিয়ে সদস্যদের সঙ্গে অশোভন আচরণ করেন। পরিষদের জন্য বরাদ্দ উন্নয়ন প্রকল্পের টাকা এলেই জোর করে সদস্যদের স্বাক্ষর নেন। কিন্তু সব কাজ নিজেই পছন্দের লোকদের দিয়ে করিয়ে পুরো টাকা আত্মসাৎ করেন। পরিষদের কাজ বা আয়ব্যয়ের কোনো হিসাব চাইলেই হুমকি-ধমকি দেন।
ইউপি সদস্য মো. নুরুজ্জামান বলেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে চেয়ারম্যান মশিউর ৪০ দিনের কর্মসূচি, টিআর, কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম করেছেন। প্রতিবাদ করলেই হুমকি-ধমকি দেন।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান মশিউর রহমান বলেন, আমার বিরুদ্ধে অভিযোগকারীরা চাঁদাবাজ ও মাদকসেবী। তাদের কথা শুনে পরিষদের কয়েকজন সদস্য আমাকে হেয় করতেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মিথ্যা অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা জানান, ইউপি সদস্যদের অভিযোগের বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- অনিয়মের অভিযোগ
- চেয়ারম্যান
- সদস্য
- পটুয়াখালী
- দশমিনা